Gaibandha footage-29.07.15..mp4_20150729_161922গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বঙ্গবন্ধু প্রজন্মলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের জেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু প্রজন্মলীগ জেলা সভাপতি এ্যাড. বদরুন্নাহার বেবীর-এর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু প্রজম্মলীগ কেন্দ্রƒীয় কমিটির সহ-সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সস্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু প্রজম্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক শামীম ফেরদৌস টগর, সাংগঠনিক সম্পাদক হাসিনা আক্তার শিউলী, জেলা আওয়ালীগ নেতা রনজিৎ বকশি সুর্য, ওমর ফারুক রুবেল ছাড়াও জেলার বিভিন্ন আওয়ালীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভাটি পরিচালনা করেন বঙ্গবন্ধু প্রজম্মলীগ গাইবান্ধা জেলার শাখার সাধারণ সম্পাদক মোশের্দ বিল্লাহ রাশেদ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য