02-united_nations_flagজাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে,  ফিলিস্তিনের প্রায় ৫ লাখ শিশু এবার হয়তো স্কুলে যাওয়ার সুযোগ পাবে না। এতে বলা হয়েছে, সীমিত আকারে দাতারা তহবিল যোগানোর কারণে এসব হতভাগ্য ফিলিস্তিনি শিশু স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্ছিত হতে পারে।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সংক্রান্ত জাতিসংঘ বিশেষ সমন্বয়কারী নিকোলাই মালাডেনোভ এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, স্কুল চালানোর তহবিলে ১০ কোটি ডলারের ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাতারা যদি এ অর্থের যোগান না দেয় তবে আগামি শরতকালে স্কুল পরিচালনা করতে পারবে না জাতিসংঘ। জাতিসংঘ স্কুলে ৫ লাখ শিশু লেখাপড়া করছে বলেও জানান তিনি।

তহবিল ঘাটতিতে গাজা, পশ্চিমতীর, জর্দান, লেবানন এবং সিরিয়ায় অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের শিশুদের ওপর মারাত্মক প্রতিক্রিয়া পড়বে। হিসাব অনুযায়ী জর্দান, লেবানন, সিরিয়া, অধিকৃত ফিলিস্তিনের গাঁজা উপত্যকা এবং পশ্চিমতীরে জাতিসংঘ স্বীকৃত ৫৮টি শরণার্থী শিবিরে ১৫ লাখের বেশি শিশু রয়েছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য