07-karina kapoorবিনোদন : অবশ্যই মা হতে চান, কিন্তু এখনই নয়Ñ এই বাক্যটি এই উপমহাদেশের অধিকাংশ সদ্যবিবাহিত মহিলার মনের কথা। এ বার এই স্লোগানে গলা মেলালেন কারিনা কাপূর খানও। সম্প্রতি বেগম সাহেবা মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু তা যে এখনই নয় তা-ও মনে করিয়ে দিয়েছিন বেবো।

২০১২-তে ছোটে নবাব সেফ আলি খানের সঙ্গে বিয়ে হয় কারিনার। তার আগে পাঁচ বছরের প্রেম পর্ব চলেছিল দম্পতির। বিয়ের পরে কারিনার সিনে-কেরিয়ার থমকে থাকেনি। সমান তালে তিনি অভিনয় চালিয়ে গিয়েছেন। বিবাহিত জীবন আর অভিনয়ের মধ্যে সত্যিই ভারসাম্য রেখে চলেছেন তিনি। এই ভারসাম্যকে বজায় রাখতেই সম্ভবত কারিনা তার মাতৃত্বের বিষয়টি দু’তিন বছর পিছিয়ে দিতে চাইছেন বলে জোর গুঞ্জন বলিউডে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য