SAM_1550 copyদিনাজপুর প্রতিনিধি ॥ আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ দিনাজুপর পশ্চিম সাংগঠনিক জেলার শাখার উদ্যোগে প্রশিক্ষণ ও ইফতার মাহফিল-২০১৫ শনিবার (১১ জুলাই) বিকেলে জেলা আহলে হাসীস জামে মসজিদ প্রফঙ্গণে অনুষ্ঠিত হয়।

আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ দিনাজুপর পশ্চিম জেলার শাখার সভাপতি মো. আজমালুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আহলে হাসীস জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন মাসুম, জেলা আহলে হাসীস জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দীন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর  লালবাগ দাখিল মাদ্রাসার সুপার মাও. মমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহলে হাদিস আন্দোলনের নেতা জুহুর বিন ওসমান, আটোর মোহাম্মাদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মো. এনামুল হক, আহলে হাদীস যুব সংঘের নেতা মাওঃ মো. রকিবুল ইসলাম। আহলে হাদীস আন্দোলন যুব সংঘ  দিনাজুপর পশ্চিম জেলার শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা আহলে হাদীস আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রন করেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য