DSC00089হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর নবাগত জেলা প্রশাসক মীর খাইরুল আলম শনিবার হাকিমপুরে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জেলা প্রশাসক মীর খাইরুল আলম, উপজেলা চেয়ারম্যার আকরাম হোসেন মন্ডল. আ. লীগ নেতা শাহিনুর রেজা শাহিন, হরুন-উর রশিদ হারুন, জামিল হোসেন চলন্ত প্রমুখ।

সভায় বক্তাগণ হাকিমপুরের হিলি স্থলবন্দর পথে আমদানী-রপ্তানী বানিজ্যে বিজিবি কর্তৃক হয়রানি বন্ধ করারদাবি, স্থলবন্দরের প্রধান সড়ক গুলির বেহালদশাসহ অসহনীয় যানজট ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়। এছাড়াও একটি ট্রাক টার্মিনাল স্থাপনেরও দাবি জানানো হয়। এরপ্রেক্ষিতে জেলা প্রশাসক দাবিগুলি পূরনের আশ্বাস প্রদান করেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য