SAM_3066 copyকাশী কুমার দাসঃ দিনাজপুর সদর উপজেলার সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম বলেছেন প্রতিবন্ধী দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারলে প্রতিটি মানুষের মানবতা জাগ্রত হবে। দুঃস্থ অসহায় প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটি অংশ। তাদেরকে বোঝা মনে না করে তাদের সহযোগিতা করতে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসা দরকার।

শনিবার ঈদগাহ বস্তি পুলিশ লাইন সংস্থার কার্যালয় অনন্যা সংস্থার আয়োজনে এবং সংস্থার কর্মকর্তা কর্মচারীদের নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন। সংস্থার সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি বিলকিস আরা বেগম, কোষাধক্ষ্য তৈয়বা আরফিন, সদস্য আলহাজ্ব মোঃ হূমায়ুন কবির, ডাঃ মাহ জাবিন ইজদানী, কানিজ ফারজানা বেগম, নাজমা মশির, সুবির সেন, লুৎফর নেহার, তাজুল ইসলাম, পরিমল মহন্ত। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় দুঃস্থ অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ করেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য