arr4হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা॥ দিনাজপুরের হাকিমপুরে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার পৃথক ৩ টি অভিযান চালিয়ে ৬ জন আসামী আটকসহ উল্লেখযোগ্য পরিমান মাদক দ্রব্য ও প্রশাধনী সামগ্রী জব্দ করেছে।

হিলি বিওপির সদস্যরা দক্ষিনবাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকায়  এক অভিযান চালিয়ে  ৯০ পিচ আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশাজাতিয় প্যথেডিন ইনজেকশনসহ বাবু মন্ডল (২২) নামককে আটক করেছে। এবং মংলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মংলা সীমান্তে অভিযান চালিয়ে ২৫ পিচ ফেনসিডিলসহ ১ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের প্রশাধনী সামগ্রীসহ স্বপন মন্ডল ও শফিকুল ইসলামকে আটক করেছে।

এছাড়াও হিলি আইসিপি বিওপির সদস্যরা হিলি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ্য উপায়ে  ভারতে যাবার অভিযোগে হাফিজুল ইসলাম, মহাপ্রভু পাল ও পিংকি রানী পালকে আটক করেন। এ ব্যাপারে বিজিবি বাদি হয়ে হাকিমপুর থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য