DC Kharul Alamবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক মীর খায়রুল আলম বৃহস্পতিবার (৯ জুলাই) বিরামপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধিজনদের সাথে মত বিনিময় সভা করেছেন।

উপজেলা অডিটরিয়ামে ইউএনও এস,এম মনিরুজ্জামান আল মাসউদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম জিন্নাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মীর খায়রুল আলম, এডিসি আবু রায়হান মিয়া, বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, পৌর মেয়র আজাদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এজিএম (এমএস) রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা ও দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান ম-ল, সম্পাদক খায়রুল আলম রাজু, ওসি আমিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ, ডাঃ নাজমুল হক, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শামসুল আলম, ইয়াকুব আলী প্রমূখ।

উল্লেখ্য, দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক মীর খায়রুল আলম ইতিপূর্বে বিআরটিএ সদর দপ্তর ,ঢাকায় উপ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা সদরে ১৯৬৫ সালের ৩১ ডিসেম্বর জন্ম গ্রহন করেন এবং ১৫তম বিসিএস ক্যাডারে যোগদান করেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য