PIC-02গাইবান্ধা প্রতিনিধিঃ দৈনিক সমকালের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েমের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, অমিতাভ দাশ হিমুন, আরিফুল ইসলাম বাবু, উত্তম সরকার, এবিএম ছাত্তার, সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি আতাউর রহমান, অ্যাডভোকেট কাজীউল ইসলাম, সুজন প্রসাদ, মোস্তাফিজুর রহমান, আব্দুল মতিন সরকার, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী প্রমুখ।

সমাবেশে বক্তারা সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে চুয়াডাঙ্গার জীবননগরে সমকালের সাংবাদিক আবু সায়েম হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে শহরের কাচারী বাজার এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে প্রেসক্লাবের সাংবাদিক ও সুহৃদ সমাবেশের সদস্যরা অংশ নেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য