asকুরবান আলী॥ দিনাজপুরের ৪টি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ২টি, বিএনপি সমর্থিত ১টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপর উপজেলায় জামায়াত প্রার্থী এ রিপোর্ট লেখা রাত সাড়ে ১০টা পর্যন্ত এগিয়ে ছিল। বৃহস্পতিবার দিনাজপুরের ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম ৫১ হাজার ৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী সমর্থিত ডাঃ কেএম কুতুবউদ্দীন পেয়েছেন ৩২ হোজার ৫৩০ ভোট।

বিরামপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত আলহাজ্ব পারভেজ কবির ২৪ হাজার ৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী সমর্থিত মুহাদ্দিস এনামুল হক পেয়েছেন ২১ হাজার ৮৩০ ভোট। ঘোড়াঘাট উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী ২৪ হাজার ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত রাফে খন্দকার শাহেনশাহ পেয়েছেন ২০ হাজার ৩১৫ ভোট। অপরদিকে চিরিরবন্দর উপজেলা নির্বাচনে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুর্ণ ফলাফল পাওয়া যায়নি। তবে জামায়াতে ইসলামী সমর্থিত আফতাব উদ্দীন মোল্লা এগিয়ে ছিলেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য