9+Adnan Samiবলিউড কিং সালমান খানের জন্য নাকি সমস্যায় পড়েছেন পাকিস্তানের গায়ক আদনান সামি। আর সেই সমস্যাটি নাকি গান গাওয়া নিয়ে। আগামি ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলার ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর সঙ্গে সঙ্গে উঠেছে লাইক-এর ঝড়। এর মধ্যেই সে ছবির গান সেলফি লে লে রে আর তু চাহিয়ে হিট। আর হিটের অপেক্ষায় এই ছবির আর একটি গান ভরদো ঝোলি। এটি একটি কাওয়ালি। এই গানটির জন্য পরিচালক কবির খান এবং নায়ক সালমান একযোগে বাছাই করেছিলেন আদনান সামিকে। ৪১ বছরের সিঙ্গার-কম্পোজার আদনানের কাওয়ালি গায়ক হিসেবে পরিচিতি না থাকলেও তারা তাকেই চেয়েছিলেন এই গানে। আর তাতেই সমস্যায় পড়েন আদনান!

আদনান জানিয়েছেন, তার কাছে ভরদো ঝোলি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সারা জীবনে বিস্তর কাওয়ালি শুনলেও কাউকে নকল করে গান গাওয়া তার ধাতে নেই। সুতরাং শূন্য থেকেই শুরু করতে হয়েছে তাকে। তবে, কাওয়ালি গাইতে গিয়ে সমস্যায় পড়লেও ভরদো ঝোলি তার কাছে অনবদ্য অভিজ্ঞতা হয়ে রইল। এর জন্য কবির আর সালমানকে ধন্যবাদ জানিয়েছেন ‘থোড়ি সি লিফট করা দে’র গায়ক। কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’-এর ঝুলিও কি দর্শকরা ভরিয়ে দেবেন ভালোবাসায়? সেটা বোঝা যাবে ছবি মুক্তি পেলে!
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য