05-Kat-Jakiমুম্বাই সিনেপাড়ায় জোর গুজব। জ্যাকি চ্যানের পরবর্তী সিনেমা ‘কুংফু ইয়োগা’তে দেখা যেতে পারে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।
শোনা যাচ্ছে, সিনেমাটিতে একটি চীনা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা। আর জ্যাকি চ্যান অভিনয় করবেন একজন প্রতœতত্ত্ববিদের ভূমিকায়, যিনি ক্যাটরিনাকে সাহায্য করবেন মগধ যুগের হারানো গুপ্তধন খুঁজে বের করতে। এর মধ্যেই সিনেমাটির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে তাকে।
ক্যাটরিনার মুখপাত্র অবশ্য জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
ক্যাটরিনা এখনও সিনেমাটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। এখনও পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে খবর এসেছিল, একই সিনেমায় অভিনয় করতে পারেন আমির খান।  কিন্তু ‘পিকে’ তারকা গুজবটি উড়িয়ে দিয়ে জানান, এই মুহূর্তে ‘দাঙ্গাল’ নিয়েই ব্যস্ত তিনি। অন্য কোনো সিনেমা হাতে নেয়ার সময় তার নেই।
ক্যাটরিনা নিজেও এখন ব্যস্ত আভিষেক কাপুরের ‘ফিতুর’ নিয়ে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রানবির কাপুরের বিপরীতে অনুরাগ বাসুর সিনেমা ‘জাগ্গা জাসুস’।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য