Saidpur Picসৈয়দপুর প্রতিনিধিঃ ১৭ জুন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) ও বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে এবং সৈয়দপুর জেলা শাখার সহযোগিতায় স্থানীয় বিসিক শিল্প নগরীতে ৫দিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অন ওয়েল্ডিং ফর লাইট ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোঃ জাওয়াদুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রতিনিধি শেখ হাবিবুর রহমান, সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম আনছারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষকদের ব্যাংক ঋণ ও সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা পরিষদ প্রস্তুত রয়েছে। যেখানে দেশের অন্যান্য বিসিক শিল্পনগরীগুলো বন্ধের পথে সেখানে সৈয়দপুর বিসিক শিল্প নগরী চালু আছে। উল্লেখ্য গত ১৩ জুন এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য