ok bank one bank bochaganj-dinajpur pic-15-06-2015---মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ১৫জুন সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে সেতাবগঞ্জ সিনেমাহল রোডে ইন্টার স্প্রিড সোলিউশন লিঃ এর ব্যবস্থাপনায় মেসার্স জে টেলিকমে ফিতা ও কেক কেটে মোবাইলে ওকে ব্যাংকিং সার্ভিসিং-এর দিনাজপুর ডিস্ট্রিবিউশন অফিসের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠিানের এরিয়া ম্যানেজার মোঃ আতিকুর রহমান। এসময় টেরিটোরি অফিসার মোঃ রায়হান আলী, মেসার্স জে টেলিকমের সত্ত্বাধিকারী ডিস্ট্রিবিউটার মোঃ জহুরুল ইসলামসহ এলাকার সুধীজন উস্থিত ছিলেন। এখন থেকে এই এরিয়ার সকল গ্রাহক মোবাইলে একাউন্ট খোলা, টাকা পাঠানো ও টাকা উত্তোলন সহ অন্যান্য সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য