Bas-Trakগাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-বগুড়া মহাসড়কের ব্র্যাক মোড় মহেশপুর নামক এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে রংপুর থেকে ঢাকাগামী জে.কে স্পেশাল (ঢাকামেট্রো-ব-১৪-৫২৫৪) পলাশবাড়ী সদরের ব্র্যাক মোড় মহেশপুর নামক স্থানে পৌছলে বগুড়া থেকে রংপুরগামী মাল বোঝাই একটি ট্রাককে (বগুড়া-ট-১১-১২৪৩) সাইড দিতে গিয়ে বাসটি সামনের অংশে দিয়ে ট্রাকটি রাস্তার সাইডে পড়ে যায়। এ ঘটনায় বাসটির সামনের অংশ ডুমরে মুছরে যায় এবং কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের অনেকেই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রামের বানেশ্বর রায়ের ছেলে বিধান (২২), একই উপজেলার ফরিদপুর গ্রামের দিন নাথের ছেলে সুজন (২২), পীরগঞ্জের লটাবাড়ী গ্রামের শাবদুল হকের মেয়ে শাহিদা (২০), পীরগাছার পূর্ব চন্ডিপুর গ্রামের ওসমান গণির ছেলে খয়বর (৩৫) ও তার বোন মিনারা (৩২) সকবুল্লাহের ছেলে রফিকুল (৫০) ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা বকশীগঞ্জ গ্রামের সূর্য চন্দ্রের ছেলে নীল চাঁদ। এদের মধ্যে বিধানসহ অজ্ঞাত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান দূর্ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য