11391174_489946791161119_6945924458514959037_nনিজস্ব প্রতিনিধিঃ গত মাসে কালবৈশাখী ঝড়ে বন বিভাগ বিরামপুর (চরকাই) রেঞ্জের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের প্রায় ২ হাজার গাছ উপড়ে পড়েছে। রেঞ্জ কর্মকর্তা একরামুল হক জানান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান ও আশপাশের প্রায় ১৩শ’ একর বিস্তৃত এলাকায় শালগাছসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ রয়েছে। গত মে মাসের দু’দফা কালবৈশাখী ঝড়ে প্রাকৃতিক এ বনের প্রায় ২ হাজার গাছ উপড়ে পড়েছে। বিশাল শালবনের আশুড়ার বিল এলাকা ঘুরে দেখা গেছে, উপড়ে পড়া গাছগুলো এখনো বিক্ষিপ্ত অবস্থায় পড়ে 1377238_489946481161150_3537621318200566060_nরয়েছে। স্বল্প সংখ্যক বনকর্মী দ্বারা এসব গাছ সরানো দুরুহ হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, গত কয়েক যুগের মধ্যে এবারের ঝড়টি ছিল মারাত্মক। একারণে বনের গাছের সাথে অনেক বন্য পশু পাখিও মারা পড়েছে। নবাবগঞ্জ বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ গাছগুলি কেটে নবাবগঞ্জ বিট অফিসে এবং বিরামপুর রেঞ্জ অফিসে রাখা হচ্ছে। চরকাই (বিরামপুর) রেঞ্জ কর্মকর্তা একরামুল হক জানান, নবাবগঞ্জ বিটে জায়গা কম থাকায় বিরামপুর রেঞ্জ অফিসের কিছু গাছ সংরক্ষন করা হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে ঐ সকল গাছ নিলাম ডাকের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য