Pic-1মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ দিনাজপুরে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সদর হাসপাতাল কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি ডাঃ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর এর আয়োজনে এসোসিয়েশনের মালিক ও কর্মকর্তাদের সাথে রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান ভুইয়া তপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ সুলতান মোঃ সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ মনসুর আলী, সদর উপজেলা স্বাস্থ্যু ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক, ডাঃ মমতাজ বেগম, ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, বিরল স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম প্রমুখ।  মতবিনিময় সভায় দিনাজপুরের সকল ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে সুন্দর স্বাস্থ্যসম্মত ভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য