Ranggatungi United clubঠাকুরগাও প্রতিনিধিঃ ২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার রাণীশংকৈল ইউনাইটেড গার্লস ক্লাবের ৫ এসএসসি পরীক্ষার্থী শ্যামলী সরেণ, মোছাঃ বাঁধন, মোছাঃ সাগরিকা, অঞ্জলি মুর্মু ও ওলিতা মুর্মু অংশ গ্রহণ করে শতভাগ পাশ করেছে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও বেশ সাফল্য বয়ে এনেছে তারা। এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৭ এর উপরে নম্বর থাকায় বেশ বাহবা পেয়েছে সকলের কাছে। এ ক্লাবের ৮ জন মহিলা ফুটবলার অনুর্ধ ১৪ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে স্থান পায়। নিজ জেলার সীমানা পেরিয়ে দিনাজপুর, রংপুর, বগুড়ার ফুটবল মাঠে দাপটের সাথে অবদান রাখতে সক্ষম হয়েছে। অনুর্ধ ১৯ জেলা দলে অত্র প্রতিষ্ঠানের ৪ জন খেলোয়াড় স্থান পেয়েছে। রবিবার বিকালে প্রশিক্ষণ শেষে মিষ্টান্ন ভোজের আয়োজন করা হয়। এ সময়  ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্রীড়া সংগঠক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, প্রশিক্ষক মোঃ সেতাউর রহমান, মোঃ জয়নুল ইসলাম, গোপাল মুর্মু সুগাসহ পুরুষ ও মহিলা ফুটবলার সহ অভিভাবকগণের উপস্থিতিতে এ উপলক্ষে প্রশিক্ষণ মাঠে আনন্দঘন পরিবেশে মিষ্টি মুখ করা হয়।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য