noyon pic  30-05-2015নয়ন দিনাজপুরঃ শনিবার ৩০শে মে দিনাজপুর হাউজিংমোড় প্রগতি সংঘ সংলগ্ন বি,এন,পি সমর্থীত  হাউজিংমোড় এলাকা বাসির আয়োজনে দোয়া মাহ্ফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরনের মধ্য দিয়ে পালিত হলো শহীদ রষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৩৪ তম শাহদৎ বার্ষিকী । অনুষ্ঠানে প্রথম পর্বে  দোয়া মাহ্ফিল ও আলোচনা শেষে  দ্বিতীয় পর্বে  দুস্থদের মাঝে খাবার বিতরন করেন জেলা বি,এন,পির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোকারম হোসেন ,এসময় উপস্থিত ছিলেন জেলা বি,এন,পির কোষাদক্ষ জামিল আহম্মেদ ভোলা , প্রচার সম্পাদক রেজাউল ইসলাম ,সদস্য মোঃ বদ্রুজ্জামান ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসেদ আলী মোঙ্গলিয়া ,জেলা ছাত্র দলের  সদস্য মোঃ নজরুল ইসলামখোকা , পৌর বি,এন,পির সদস্য মোঃ জহুরুল ইসলাম চৌঃ, মোঃ রফিকুল ইসলাম রফিক ,জেলা তাঁতিদলের যুগ্ন আহবায়কমোঃ আমজাদহোসেন, হাবিপ্রবি ছাত্রদলের  সাবেক আহবায়ক মোঃ হুমায়ন কবির সহ দলের সকল স্থরের স্থানিয় নেতৃবৃন্দ ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য