Ambari Accident Pic-1ফজিবর রহমান বাবু ॥  দিনাজপুর-ফুলবাড়ী মহা সড়কের আমবাড়ী হাট ইছামতি নদীর বেইলী ব্রীজ ভেঙ্গে ঢাকা গামী নাইট কোচ হানিফ এন্টার প্রাইজ-৩টি ট্রাক ও ১টি ট্রাক্টর নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে।

Ambari Accident Pic-2বৃহস্পতিবার  রাত সোয়া ৮টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ী হাটে ইছামতি নদীর বেইলী ব্রীজ ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

Ambari Accident Pic-3স্থানীয় ব্যবসায়ী মোঃ মাহবুর রহমান জানান, সন্ধ্যা ৮টায় দিনাজপুর  থেকে ঢাকা গামী যাত্রীবাহী হানিফ এন্টার প্রাইজ দিনাজপুর-ফুলবাড়ী মহা সড়কের পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ী বেইলী ব্রীজের মধ্যে স্থানে পৌছালে প্রচন্ড শব্দে ব্রীজটি ভেঙ্গে যায়। এ সময় পিছনে থাকা মালামাল বোঝাই ৩টি ট্রাক ও ১টি টাক্ট্রর নদীতে পড়ে যায়। রাত সাড়ে ৯ টা পর্যন্ত হতাহতের কোন খবর জানা যায়নি।

Ambari Accident Pic-4ঘটনার পরপরই দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পেীছে উদ্ধার কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, ঘটনার পরপরই তারা খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। তিনি জানান, হানিফ পরিবহনের যাত্রীরা নিরাপদে উঠে এসেছে। কোন হতাহত খবর এখনো পাওয়া যায়নি।

Ambari Accident Pic-5পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গেছেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য