Hiliহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ে ‘ উদ্ভিদ সংগনিরোধ আইনসমূহ অবহিতকরন’ শীর্ষক ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত এক প্রশিক্ষন কর্মশালা শুক্রবার উদ্ভোদন করা হয়। এতে ১০ টি প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাংলাদেশ ফাইনোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরন প্রকল্পের আওতাধীন প্রশিক্ষনে সভাপত্বি করেন, সাদেক ইবনে শামস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংগনিরোধ পরিচালক ছবি হরিদাস, কনসালটেন্ট আইয়ুব হোসেন , আহসান উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন, হিলি উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপ-পরিচালক কে এম মাউদুদুল ইসলাম ।

প্রশিক্ষনে অংশগ্রহন করেন, হিলি কাস্ষ্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা রনবির চন্দ্র বর্মন, হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান, সোনালী ব্যাংক হাকিমপুর শাখার সিনিয়র অফিসার আরেফিন তুহিন, অগ্রনী ব্যাংক হাকিমপুর শাখা অফিসার নুর আলম বাবু, হিলি ১৩ আনসার ব্যাটালিয়ন সহকরী এ্যডজুটেন্ড তরুন কুমার, বিজিবি হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার খোরশেদ আলম, আমদানীকারক রাশেদ আলী ও আব্দুল হাকিম প্যারিস, হিলি স্থল বন্দর কাসষ্টমস্ সি অ্যান্ড এফ এজেন্ট ইভা এজেন্সির প্রতিনিধি আবুল খায়ের, লিটন এন্টার প্রাইজের সত্বাধিকারী রুহুল আমীন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য