UPEপার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা পরিষদের সংরক্ষিত ৪ টি আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন-১ আসনে (বেলাইচন্ডি,মন্মথপুর ও মোমিনপুর ইউনিয়ন নিয়ে গঠিত ) মোছাঃ আফিয়া বেগম,মোছাঃ নাসিমা বেগম ও মোছাঃ জান্নাতুন বেগম। ২ আসনে (পলাশবাড়ি,হামিদপুর ও হরিরামপুর ইউনিয়ন নিয়ে গঠিত) মাহিয়া বেগম ও মোছাঃমাকছুরা খাতুন। ৩ আসনে (চন্ডিপুর,মোস্তফাপুর ও হাবড়া ইউনিয়ন নিয়ে গঠিত) মোছাঃ জাকিয়া বেগম,মোছাঃ মাজেদা খাতুন ও মোছাঃ জোঁসনা বেগম। এবং ৪ আসনে (পার্বতীপুর পৌরসভা ও রামপুর ইউনিয়ন নিয়ে গঠিত) মোছাঃ মর্জিনা খাতুন ও মোছাঃ মালেকা জালাল। এদের মধ্যে মোছাঃ মর্জিনা খাতুন ও মালেকা জালাল পার্বতীপুর পৌরসভার ও অবশিষ্ট ৮ জন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত মহিলা সদস্য।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক জানান,উপজেলা পরিষদের সংরক্ষিত ৪টি আসনে মহিলা সদস্য  পদে উপজেলার ১ পৌরসভা ও ১০ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে নির্বাচিত  ৩৩ জন মহিলা সদস্য আগামী ১৫ জুন অনুষ্টিতব্য উপজেলা পরিষদের ৪ মহিলা সদস্য নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত হবেন। একজন ভোটার তাদের পছন্দের  সর্বোচ্চ ৪ জনকে একটি করে ভোট প্রদান করতে পারবেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য