Biddutআটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে দুইজন গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে, গত বৃহস্পতিবার(২১ মে) সকালে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া মহারাজা গ্রামের ইশ্বরের স্ত্রী সবিতা রানী (৩০) ও পালানুর স্ত্রী বুধু রানী (৪০) নিজ বাড়িতেই আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। মহুর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের এক পলক দেখার জন্য এলাকার লোকজন ছুটে আসে। এলাকার লোকজন জানান,সকালে গুড়ি গুড়ি বৃষ্টির সময় আকাশে বিজলী চমকাচ্ছিল। এসময় সবিতা রাণী বাড়ির আঙ্গিনায় এবং পার্শ্ববর্তী মহল্লার বুধু রাণী বাড়িতে ঘরের বারান্দায় অবস্থান করছিল। আকষ্মিকভাবে বার বার বিজলী চমকানোর কারনে বজ্রপাতে ২ গৃহ বধূর মৃত্যু ঘটে।এলাকার লোকজন এখন বজ্রপাত আতঙ্কে ভুগছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য