05-Kat-Salluবিনোদন: ভারতীয় অভিনেতা সালমান খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর শুটিং-এ। কাশ্মীরের চলছে সিনেমাটির শুটিং। আর সেখান থেকেই জানালেন, সাবেক প্রেমিকা ক্যাটরিনার কথা মনে পড়ছে তার।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, “কাশ্মীর যার দেখা হয়নি, তার জীবনটাই বৃথা। সবাই বলে, পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে তা হলে তা এখানেই আছে।”
এরপর নিজের একটি ছবির সঙ্গে সালমানের আরেকটি টুইট ছিল, “প্রাকৃতিক সৌন্দর্যে ধনী কাশ্মিরৃমাশাল্লাহৃমাশাল্লাহৃ”
কিছুক্ষণ পর তিনি টুইট করেন, “মাশাল্লাহ থেকে মনে পড়ল, ক্যাটরিনা কাইফও কাশ্মীরের মেয়ে।”
২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মাশাল্লাহ মাশাল্লাহ’ গানের তালে নেচেছিলেন সালমান।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য