RDRS-Bangladeshবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-৬৪ ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা সদর থেকে ৬কিলোমিটার উত্তরে নিজপাড়া ইউনিয়নের তেলীপাড়া (নুতনহাট) গ্রামের কৃষক আব্দুল কাইয়ুমের জিংক সমৃদ্ধ ব্রিধান-৬৪ ধান ক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস উপলক্ষ্যে নিজপাড়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ আবুল কাসেম মাষ্টারের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি অধিদপ্তরের বিভাগিয় (দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা সমুহ ) অতিরিক্ত অঞ্চলিক পরিচালক সৌমেন সাহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি অধিপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার ড.আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারন অফিসার অরুন চন্দ্র রায়, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর জেলা কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মো: আবেদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরডিআরএস দিনাজপুর ইউনিটের কৃষি অফিসার সৈয়দা নাজমা পারভিন, রংপুর ইউনিটের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ রাশেদুল ইসলাম, সিনিয়র এগ্রিকালচার অফিসার অনুপ কুমার ঘোষ, মোহনপুর ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান দমিনিকা মার্ডি, ইউপি সদস্য আঞ্জুয়ারা বেগম, ফিল্ড এ্যাসিসট্যান্ট রাজু চন্দ্র দাস ও কৃষক উজির আলী প্রমুখ। প্রতি হেক্টরে ৭দশমিক ২৯মেট্রিকটন (৩৩শতকে ২৪মন) ধানের ফলন হয়েছে মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ শতশত কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য