11+MUMBAIআন্তর্জাতিক ডেস্ক: মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় কালবা দেবী এলাকায় একটি চারতলা ভবন ভেঙে পড়লে দুই দমকল কর্মী নিহত হন। এ ঘটনায় দমকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আহত হয়েছেন আরো পাঁচ জন। চারতলা ভবনটিতে আগুন লাগার পর এটি ধসে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি। গোকুল নিবাস নামের ওই চারতলা ভবনটি অন্তত একশ বছরের পুরনো।এর আগে ভবনটিতে বেশ কয়েক বার সংস্কার করা হয়। ভবনের চারতলায় বেশ কয়েকটি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং বাকি তলাগুলোতে বেশ কয়েকটি কয়েকটি কাপড়ের গুদাম এবং দোকান ছিল।
ভবনটি ভেঙে পড়ার আগে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে এনডিটিভি।তবে দমকল কর্মীরা বলছেন, ধসে পড়ার সময় ভবনটি খালি ছিল। ঘটনাস্থলে কাজ করছে দমকল বাহিনীর পাঁচটি গাড়ি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। স্থানীয় পার্লামেন্ট সদস্য রাজ পুরোহিতের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই দুর্ঘটনায় দু’জন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন তবে ভবনটির বাসিন্দারা নিরাপদ রয়েছেন। পার্লামেন্ট সদস্য রাজ পুরোহিত বলেছেন, চারতলা ওই ভবনটির সংস্কার কাজ চলছিল। সেখানে দুটি পরিবার বাস করতো। এর মধ্যে একটি পরিবার ছুটি কাটানোর জন্য বাইরে ছিল। অন্য পরিবারটি দুর্ঘটনার সময় সেখানে থাকলেও তাদের কেউ হতাহত হয়নি এবং তারা নিরাপদে রয়েছেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য