Hiliবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ হাকিমপুর( দিনাজপুর) প্রতিনিধি- ভারতের শিশু শোধনাগাড়ে ৯ থেকে ১৮ মাস আটক থাকার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন  চেক পোষ্ট দিয়ে দেশে ফিরেছে ২ শিশু।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির উদ্বেগে ও ব্যবস্থাপনায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
জানা যায় ১৮ মাস আগে সাগর নামে এক শিশু দালালের মাধ্যমে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে যায়, ভারতে যাওয়ার সময়, ভারত অভ্যন্তরে দক্ষিন দিনাজপুরের বাসষ্ট্যান্ড থেকে  সে দেশের পুলিশের হাতে আটক হয়।
পরে পুলিশ তাকে আটক করার পর, সাগর শিশু হওয়াই ভারতের দক্ষিন দিনাজপুরের শিশু অবজারভেশন হোমে পাঠায়। সেখানে সে দীর্ঘ ১৮ মাস আটক থাকে।
অপর দিকে আরো এক শিশু শফিকুল নাবিল সাকিব (১২) নামে শিশুটি ২০১৪ সালের আগষ্ট মাসে দিনাজপুর থেকে হিলিতে খালার বাড়িতে বেড়াতে আসলে, দালালেরা তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকেও ভারতে পাচার করে দেয়, সেখানে সেও পুলিশের হাতে আটক হয়ে শিশু অবজারভেশন হোমে ৯ মাস আটক থাকে।
বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির পক্ষ থেকে ভারতের দক্ষিন দিনাজপুরের শোভায়ন অবজারভেশন হোমের চাইল্ড কেয়ার কো অডিনেটর সুবোধ দাসের সঙ্গে যোগাযোগ করে, দীর্ঘ আইনী প্রক্রিয়ার পর তাদের আজ দেশে ফিরিয়ে আনা হয়।
আটক ২ শিশু সাকিবের বাড়ি দিনাজপুরে আর সাগর এর বাড়ি ঠাকুরগা জেলারঁ পিরগঞ্জে । অপর দিকে, বাইদুর নামে একব্যাক্তি সাড়ে তিনবছর ভারতে কারা ভোগের পর সে দেশে ফিরেছে।
হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, ভারতীয় ইমিগ্রেশন ওসি নাসির হোসেন বৃহস্পতিবার সাড়ে এগারোটায় বাংলাদেশী দুই শিশুকে তাদের কাছে হস্তান্তর করেছে। শিশু গুলিকে তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়েছে। শিশুগুলি ভারতে ৯ থেকে ১৮ মাস শিশু অবজারভেশন হোমে আটকা ছিল।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য