ADP BRMবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন সপ্তাহ ব্যাপি গ্লোবাল উইক অব অ্যাকশন কর্ম সূচিতে বিরামপুরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া কর্মীদের সাথে কিছুতেই থামব না। এক সাথে পরিবর্তন আনবো….. এক সাথে আমরা পতিরোধ যোগ্য শিশু মৃত্যু নিমূল করতে পারি। এই স্লোগান কে সামনে রেখে ৭ মে বৃহস্পতিবার দুপুরে বিরামপুর এডিবি’র হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এডিপি ম্যনেজার লিটন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এডিপি’র স্বাস্থ্য প্রকল্পের ম্যনেজার টমাস লিংকন অধিকারী, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যনেজার জেমস্ তপন মন্ডল,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, দিনাজপুর সাংবাদিক কল্যান ট্রাষ্টের সিনিয়র সহ সভাপতি আকরাম হোসেন, মাই টিভি প্রতিনিধি কামরুজ্জামান, প্রথম আলো বিরামপুর প্রতিনিধি এসএম আলমগীর, শিশু ফোরামের  সাধারণ সম্পাদক হাবিবা আকতার কেয়া প্রমুখ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য