Dinajpur- 07-05-2015দিনাজপুর সংবাদাতা ॥ দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু বলেছেন, বাঙালী জাতি যতদিন থাকবে রবীন্দ্রনাথ ততদিন নতুন নতুন রূপে সবার হৃদয়ে থাকবে। রবীন্দ্রনাথের উৎসবে আমাদের ভেতরের আমিত্বকে প্রকাশ করার সুযোগ পাই। আমরা হানাহানি চাই না। আমরা শান্তির পৃথিবী চাই। রবীন্দ্রনাথ আমাদের আলোর দিশারী। নতুন প্রজন্ম রবীন্দ্রনাথের লেখুনী বা গানের মাধ্যমে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখবে এটাই আমাদের প্রত্যাশা।
৭ মে বৃহস্পতিবার দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ২৫ বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমী আয়োজিত ২দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু এসব কথা বলেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আশফ-উদ-দৌলা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমীর ২দিনব্যাপী উৎসবের কর্মসূচীতে রয়েছে ২৪ বৈশাখ কন্ঠ সঙ্গীত ও আবৃতি প্রতিযোগিতা, রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক সেমিনার। ২৫ বৈশাখ কবিতা পাঠের আসর ও তরুণদের অভিমত এবং সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থাকবেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য