04_Porimoniবিনোদন: সম্প্রতি শুরু হয়েছে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া ছবির দ্বিতীয় পর্বের কাজ।
এ ছবিতে কিছু বিশেষ দৃশ্যে পরি মনিকে পুরুষবেশে দেখা যাবে। হোতাপাড়ায় গতকাল থেকে সেই দৃশ্যগুলোর শুটিংই করছেন তারা। এতে পরি মনির বিপরীতে অভিনয় করছেন আরজু। নায়ক আরজু তার ফেসবুক পেইজে পরি মনির গোফওয়ালা কিছু ছবি প্রকাশ করেন। ছবিতে আরজুর সঙ্গে পরীকে দুষ্টুমি করতে দেখা যায়।
পরী মনি বলেন, ‘হ্যা বেশকিছু দৃশ্যে পুরুষবেশে আমাকে দেখা যাবে। তবে দৃশ্যগুলো নিয়ে এখনি কিছু বলতে চাই না। দর্শক হলে গিয়েই দেখুক কেন আমি পুরুষ বেশ নিয়েছিলাম।’
আরজু বলেন, ছবির একটি দৃশ্যে পরি আমাকে গুন্ডা ভাড়া করে মারবে। কিন্তু মেয়েদের কাছে গুন্ডারা ভাড়া হয় না তাই সে পুরুষবেশ ধারণ করে। এমনই একটি দৃশ্যের শুটিং হচ্ছে আজ।
ছবিতে পরি ও আরজু ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ আরও অনেকে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য