Birgonjবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে বৃহস্পতিবার এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। আরডিআরএস বাংলাদেশ আয়োজনে সার্বিক পচিালনায় এসিড সারভাইভারস ফাউন্ডেশন অর্থায়নে মানুসের জন্য ফাউন্ডেশন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিচালনায় আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের প্রজেক্ট অফিসার আরিফা অক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ক.খ আলাওল হাদী, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, ইউপি চেয়ারম্যান পরিষদের সভাপতি দীনেশ চন্দ্র মহন্ত, কষাধ্যক্ষ সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, এসিড ভাইভরাস প্রজেক্ট অফিসার সাজ্জাদুল হক, প্রোগ্রাম অফিসার এমএম কবির মামুন, পুলিশ প্রতিনিধি এসআই গাবুর আলী সরদার, আরডিআরএস উপজেলা ব্যবস্থাপক র্নিমল কুমার রায়, সহকারী ব্যবস্থাপক ফারহানা মাহমুদ প্রমুখ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য