Sundarganj Pictur-05গাইবান্ধা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রাজবাড়ি হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজবাড়ি হাটে অবৈধ স্থাপনা নির্মাণ করার সময় খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল হক প্রধান থানা পুলিশ সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযান চালান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলেয়া খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া গত সোমবার সন্ধ্যায় উপজেলার মজুমদারহাট ও ধুবনী বাইপাস মোড়ের পুতুল নাচ হাউজি ও জুয়া প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুন্দরগঞ্জ মুহাঃ রাশেদুল হক প্রধান। অভিযানকালে মজুমদার হাটের নগ্ন্যতা যাত্রাগানের প্যান্ডেল, পুতুল নাচ ও গানের মঞ্চ, হাউজি ও জুয়ার প্যান্ডেল গুড়িয়ে দিয়ে প্যান্ডেলের ছাউনি পুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, ৫টি প্যান্ডেল গুড়িয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আনন্দ মেলার নামে অনুমতি ছাড়া ব্যাপক অশ্লীলতাসহ জুয়া ও হাউজি খেলা জমজমাট ভাবে চালিয়ে আসছিল। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত স্থানগুলোর যাত্রা, হাউজি, প্যান্ডেল গুড়িয়ে দিলেও কোন কোন স্থানে পুনরায় শুরু করা হয়েছে মর্মে স্থানীয় সূত্রে জানা গেছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য