Birampur mapবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপির স্পন্সরশীপ ম্যাানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে ২৭শে এপ্রিল সোমবার বেলা ১০টায় এডিপি অফিস হলরুমে শিশু সুরক্ষায় নাগরিক সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্পন্সরশীপ ম্যানেজমেন্ট প্রকল্পের টিম লিডার নরেশ মারান্ডির সঞ্চালনায় এ কর্মশালায় শিক্ষা প্রকল্পের ম্যানেজার আগস্টিন সরকার, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার জেমস্ তপন মন্ডল, স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার টমাস লিংকন অধিকারী, ফুড এন্ড ইনকাম সিকিউরিটি প্রকল্প ম্যানেজার জয় বাবু রায় সমাজের, বিশেষ করে শিশুদের উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমসমূহ তুলে ধরেন। এক্ষেত্রে সমাজের সচেতন নাগরিক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় দিকগুলো তুলে ধরা হয়। কর্মশালায় আলোচনা করেন বিরামপুর প্রেসক্লাবের সেক্রেটারী এ্যাড. মোরশেদ মানিক, সাংবাদিক যথাক্রমে আমিরুল ইসলাম, এসএম আলমগীর, ডাঃ নূরুল হক, এম এইচ মানিক ও হাফিজ উদ্দিন সরকার । স্পন্সরশীপ ম্যানেজমেন্ট প্রকল্পের টিম লিডার নরেশ মারান্ডি বলেন, শিশুদের অধিকার পূরণে সমাজের সকল শ্রেণীর -পেশার মানুষেরা এগিয়ে এলে শিশুরা আগামীতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সেজন্য তিনি সকলকে শিশুদের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। কর্মশালায় এলাকার ২০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালযের শিক্ষক ও মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য