Orientation sava bochaganj-dinajpur prees cluv pic-23-04-2015--বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), সাভার, ঢাকা এর সহযোগিতায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের অংশ গ্রহনে ইর্শা প্রকল্পের উদ্দেশ্য ও ফলাফল (আউটকাম)- বিষয়ক দিন ব্যাপী অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন-এর সভাপতিত্বে এবং সোসাইটি ফর উদ্যোগ-এর এরিয়া কো-এডিনেটর নেজাবত হোসেন এর সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), সাভার, ঢাকা এর সহ সমন্বয়ক খন্দকার ফয়সাল আহমেদ। তিনি বলেন, আমাদের প্রকল্পের মুল লক্ষ্য হচ্ছে ইউনিয়ন পর্যায়ে মানসম্মত ও গনমুখী স্বাস্থ্য সেবা ও সুযোগগুলোতে দরিদ্র মানুষের অংশ গ্রহন সৃষ্টি করা। মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে হেলথ ওয়াচ কমিটি গঠন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ষ্টান্ডিং কমিটি এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা। জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতি নির্ধারকদের মাঠ পর্যায়ের দৃশ্যমান ও প্রমান ভিত্তিক ফলাফল প্রদর্শনের মাধ্যমে নীতিমালা পরিবর্তনের জন্য প্রভাবিত করা। মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে নীতি নির্ধারণী পর্যায়ে তদ্বির ও এডভোকেসি করার জন্য স্থানীয় সুশীল সমাজ/ মিডিয়ার প্রতিনিধিদের সম্পৃক্ত করা ইত্যাদি। উল্লেখ যে প্রতিষ্ঠানটি মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২১টি কমিউনিটি সেন্টারের মধ্যে ১নং নাফানগর, ২নং ইশানিয়া, ৩নং মুর্শিদহাট ও ৪নং আটগাও ইউনিয়ন সহ ১২ টি কমিউনিটি সেন্টারের সাথে কাজ করে যাচ্ছে। সভায় উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ শামসুল আলম, সদস্য যথাত্রমে মোঃ মাসুদ জাহাঙ্গীর, লতিফুল ইসলাম ফুল, হোসেন মাহমুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য