Pollysry bochaganj-dinajpur pic-19-04-2015--বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বেসরকারী এনজিও পল্লীশ্রী বালুবাড়ী দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা-এর সহযোগিতায় আজ ১৯ এপ্রিল রবিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে নারীর অধিকার ও প্রজনন স্বাস্থ্য উন্নয়নে আমাদের করনীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ সরল চন্দ্র রায়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আঞ্জুমানয়ারা খানম, পল্লীশ্রীর প্রগ্রাম ফেসিলিলিটর রওনক য়ারা হক, রতনদা আদর্শ গ্রামের সভা প্রধান মোছাঃ নুরবানু প্রমুখ। আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী,র ফিল্ড ট্রেইনার শাহানাজ পারভীন। সভায় নারীর অধিকার ও প্রজনন স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য