02_abhishekবিনোদন: গত বছর বলিউডের ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি ছিল ব্লকবাস্টার হিটগুলোর একটি। আর তাই এবার ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটিরও সিক্যুয়েল বের হবার পরিকল্পনা চলছে এবং মজার ব্যাপার হল নতুন এই সিনেমার চিত্রনাট্য লেখার ভার পড়েছে অভিষেক বচ্চনের ওপর। ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পরিচালক ফারাহ খান জানান, অভিষেক ‘হ্যাপি নিউ ইয়ার’ এর সিক্যুয়েলের চিত্রনাট্য লেখার দায়িত্ব নিয়েছেন। ফারাহ আরও জানান, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি সফল হবার পরে অভিষেক খুব জোরাজুরি করছিলেন এই সিনেমার সিক্যুয়েল বানানোর জন্য। অভিষেকের চিত্রনাট্য লেখা শেষ হলে যদি ফারাহ খানের তা ভালো লাগে তবেই নির্মাণ করা হবে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটির সিক্যুয়েল।
গত বছরের দীপাবলিতে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, সনু সুদ ও ভিভিয়ান শাহ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য