PBT PIC-24.03.15একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ পার্বতীপুরে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষরা বাড়ী ভাংচুর করেছে। বাধা দিতে এলে এসময় লাঠির আঘাতে ২জনকে গুরুত্বর আহত করেছে। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউপির দোলাপাড়া গ্রামের অহিদুল হক এর সাথে ভাতিজা রবিউল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জেরকে কেন্দ্র অহিদুল হকের বড় ভাই রহিমুদ্দিনের পুত্র রবিউল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে বিরোধ পূর্ন জমি নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে রবিউল ইসলাম গং লাঠি-সোটাসহ মার-ডাং করে অহিদুল ইসলাম(৫০) ও পুত্র মমিনুল ইসলাম(২৬)কে আহত করে এবং অহিদুল হকের বাড়ীর প্রাচী ভেঙ্গে ফেলে। এলাকার মহিলা সদস্য মাহিয়া বেগম ও সদস্য আব্দুল করিম কয়েক দফা বৈঠক বসার চেষ্টা করে রবিউল ইসলাম উপস্থিত না হওয়ায় সালিশ হয়নি বলে এলাকাবাসী জানায়।
[ads2]
[ads1]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য