1aআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াবাজার এলাকায় মঙ্গলবার সকালে ট্রাকচাপায় নবম শ্রেণির স্কুলছাত্র মোকছেদুর রহমান (১৪) নিহত হয়েছে। নিহত মোকছেদুর রহমান ওই উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবদুল ওহাবের ছেলে। সে বিশুবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়রা জানান, মোকছেদুর রহমান কোচিং শেষে বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল। সে বালুয়াবাজার এলাকায় পৌঁছলে বগুড়াগামী (ঢাকা মেট্রো ট-১১-৫৮৭১) ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য