SAM_5121পীরগঞ্জ প্রতিনিধিঃ “নারীর ক্ষমতায়ন,মানবতার উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীর করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পারুল বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফ, ওসি(তদন্ত) ওয়াহেদ আলী, ইএসডিও’র সেক্টর কো-অর্ডিনেটর শাহ মোঃ আমিনুল, গুড নেইবারস ম্যানেজার যোসেফ টুটুল, আদিবাসি উন্নয়ন ফোরামের সভাপতি মাইকেল হাজদা, নারী নেত্রী কুলসুম বেগম প্রমূখ।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য