07_Babbyবিনোদন: ‘খোঁজ-দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ববি। এরপর একে একে ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘রাজত্ব’ এর মতো ব্যবসা সফল ছবিগুলো মুক্তি পায়। কিন্তু গেল বছর ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘আই ডোন্ট কেয়ার’ ছবির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠার পর ববির অভিনীত আর কোনো ছবি মুক্তি পায়নি।
দীর্ঘ কয়েকমাস বিরতির পর আগামি ২৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত অ্যাবশন জেসমিন’ ছবিটি। ‘অ্যাকশন জেসমিন’ ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ। সম্প্রতি ‘অ্যাকশন জেসমিন’ ছবির একটি আইটেম হান অনলাইনে প্রকাশ করা হয়েছে। ‘পান-জর্দা-চমন’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দিপ ও কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি। এই গানটির সুর সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য