Agunদিনাজপুর প্রতিনিধি ॥ শনিবার রাতে দিনাজপুর শহরে একটি মাল বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে বিএনপি-জামায়াত ক্যাডারেরা। এই ঘটনায় শিবিরের ১ নেতাকে আটক করা হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি খালেকুজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পিছনের বিশ্বরোডে দিনাজপুর থেকে ফুলবাড়ী যাওয়া একটি মাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় চালক ও হেলপার ট্রাক থেকে দ্রুত নেমে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
পরে পুলিশ ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের সাথে জড়িত সন্দেহে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কর (২৫)কে আটক করে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য