deathআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে নদীর পানিতে ডুবে আসিফ মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আসিফ মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পার সোনাইডাঙ্গা গ্রামের এমদাদুল হকের পুত্র। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আসিফের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শিশুটি কয়েকদিন আগে তার নানা নজির হোসেনের বালুয়া গ্রামে বাড়িতে বেড়াতে আসে। বাড়ির পাশে বাঙ্গালী নদীতে দুপুরে গোসল করতে যায় সে। এ সময় হঠাৎ করে নদীর পানিতে ডুবে যায় আসিফ। পরে অনেক খোঁজাখুজির পর ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য