BSFআন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিএসএফ’র এক জওয়ানের গুলিতে অপর এক জওয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অপর আরো ৪ জওয়ান আহত হওয়ার খবরও পাওয়া যায়। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িত জওয়ানকে আটক সম্ভব হয়নি। মঙ্গলবার এক বিএসএফ জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি চালানোর ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার বিএসএফ কর্মকর্তা রাজ সিং রাঠোর আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান। তিনি জানান, ‘আজ (মঙ্গলবার) ভোরে ফারাক্কা ব্যাটেলিয়ান ক্যাম্পে বসন্ত সিংয়ের বিরুদ্ধে অন্য সাথীদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে হেড কনস্টেবল মুলচান্দ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত কনস্টেবল কামাল বাসা, এস কে প্রভাকর এবং সুরেন্দ্রকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইনসাস রাইফেল থেকে গুলি চালনোর ফলে এসব জওয়ান আহত হয়।’
বিএসএফের মালদা সেক্টরের মহানির্দেশক রাজ সিং রাঠোর জানান, ‘ফারাক্কার কাছে ১৭ মাইল এলাকায় মোতায়েন ২০ ব্যাটেলিয়ানের সঙ্গে যুক্ত এক বিএসএফ কর্মীর গুলিতে তার সহকর্মী ঘটনাস্থলেই নিহত এবং চার জন আহত হয়েছে। আহত চার   জওয়ানকে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এদিকে, অভিযুক্ত জওয়ান বসন্ত সিং অবশ্য পালিয়ে গেছে, তার খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদি এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য