3_Mehak-Singhআন্তর্জাতিক ডেস্ক: সাত বছরের শিশু মেহেক সিং। এই ক্ষুঁদে মেয়েটির স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশের বড় কর্মকর্তা হবে। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এখন সে মৃত্যুর দিন গুণছে। চিকিৎসকদের মতে, তার বাঁচার সম্ভাবনা মাত্র ১০ থেকে ১৫ ভাগ। এ অবস্থায় তার স্বপ্ন পূরণে এগিয়ে আসে মুম্বাইয়ের ‘মেক এ উইস’ এনজিও এবং স্থানীয় পুলিশ প্রশাসন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শুক্রবার একদিনের জন্য পুলিশ হয়েছে মেহেক। মুম্বাইয়ের বোহইওয়াদা থানায় পুলিশের পোশাক পরে বেশ কয়েক ঘণ্টা দায়িত্ব পালন করেছে মেহেক। এ সময় থানার অন্য পুলিশরা তাকে সেলুট দেয় বলে এনডিটিভি জানিয়েছে। একদিনের জন্য পুলিশ হতে পারায় খুব খুশি মেহেক। সে বলছে,‘পুলিশ কর্মকর্তা হয়ে দেশকে রক্ষা করার স্বপ্ন ছিল আমার। আজ তা পূরণ হল।’

মৃত্যু পথযাত্রী এই পুঁচকে মেয়েটির স্বপ্ন পূরণ করতে পারায় আনন্দিত ওই থানার পুলিশ সদস্যরাও। এ সম্পর্কে থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সুনীল তন্দওয়ালকার বলেছেন,‘সে পুলিশ হয়ে দেশকে রক্ষা করতে চেয়েছিল। সমাজের কল্যাণের জন্য কাজ করতে চেয়েছিল মেয়েটি। আমরা তার শখটা পূরণ করতে পেরেছি।’

মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সারে আক্রান্ত শিশুদের ৭০ ভাগই সেরে ওঠে বলে দাবি করেছেন চিকিৎসকরা। কিন্তু এখানে  চিকিৎসাধীন মেহেক একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ক্যান্সার আক্রান্ত শিশুদের বিভিন্ন শখ পূরণ করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। কেননা এর ফলে তাদের মধ্যে একটা মানসিক শক্তি সঞ্চার হয় যা তাদের চিকিৎসায় কাজে আসে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য