09_bondবিনোদন : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, জেমস বন্ডের ২৪তম সিরিজ স্পেক্টর এর শুটিং শুরু হয়েছে। কিন্তু নতুন সিরিজ নিয়ে এর বেশি আর কিছুই জানা ছিলো না বন্ড ভক্তদের।জেমস বন্ড ভক্তদের আর অপেক্ষায় না রেখে সম্প্রতি প্রযোজকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে জেমস বন্ডের নতুন সিনেমা স্পেক্টর এর মুক্তির দিন। শুধু তাই নয়, প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার এবং বিহাইন্ড দ্য সিন ফুটেজ। পোস্টারটিতে দেখা যাচ্ছে, সাদা বরফে ঢাকা পাহারের মাঝে দাঁড়িয়ে আছেন জেমস বন্ড রূপী ড্যানিয়েল ক্রেইগ। সিনেমাটির প্রোডাকশন ডিজাইনার ডেনিস গ্যাসনার জানিয়েছেন, ২০১২ সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়া স্কাইফল এর সাফল্যকেও পিছনে ফেলে দেবে স্পেক্টর। প্রতিবারের মতো এবারের সিনেমায়ও থাকবে নতুন চমক। আর থাকছেন নতুন বন্ড গার্ল লে সেদোউ।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য