3G Ghoraghatমোঃ ইফতেখার আহম্মেদ খান বাবুঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইন্টারনেট, ই-মেইল ও সার্ভার নেটওয়ার্কিং এর সেবা এখনো 3G সুবিধা থেকে বঞ্চিত আছে। এব্যাপারে “আপন ওয়েব” ফ্রিল্যান্সিং এন্ড ওয়েব ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অনলাইন আউট সোর্সিং এর পরিচালক মোঃ পলাশ রেজা জানান বর্তমান সরকারের ঘোষনা মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার যে বক্তব্য আমরা সকল সময় শুনতে ও টিভিতে দেখতে পাই তার কোন প্রকার পদক্ষেপ ঘোড়াঘাট উপজেলা বাসীর মঙ্গলার্থে গ্রহন করতে 3G সুবিধা প্রতিষ্ঠায় নিয়োজিত কর্মচারী কর্মকর্তাদের আজও কাজ করতে দেখা যায়নি। তাই ঘোড়াঘাট উপজেলায় গড়ে ওঠা কয়েকটি নেটওয়ার্কিং অনলাইন আউট সোর্সিং এর প্রতিষ্ঠানগুলোতে 3G সুবিধা না থাকায় আশ-পাশের উপজেলাগুলো থেকে কর্মদক্ষতা দিক থেকে পিছিয়ে রয়েছে এ সমস্ত প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীগন। তারা বলেন আমাদের ঘোড়াঘাট উপজেলার পার্শ্ববর্তি যেমন গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, পীরগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, পাঁচবিবি এ সমস্ত উপজেলাগুলোতে 3G সুবিধা সংযোগ প্রদান করা হলেও মুখথুবড়ে পড়ে আছে ঘোড়াঘাট উপজেলার ওয়েব সাইটের উপরে 247-এ কর্মরত যুবকরা। তাই দেশনেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও বর্তমান বাংলাদেশের সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিরলস পরিশ্রম করে যাওয়া সকল উচ্চ পদস্থ কর্মকর্তার নিকট দ্রুত ঘোড়াঘাট উপজেলায় 3G সংযোগ প্রদানের জন্য আকুল আবেদন জানিয়েছেন “আপন ওয়েব” ফ্রিল্যান্সিং এন্ড ওয়েব ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অনলাইন আউট সোর্সিং এর পরিচালক ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আইটি ডাইরেক্টর মোঃ পলাশ রেজা।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য