1aদিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পুটকিয়া মোড় নামক স্থানে মাইক্রো বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারী উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় মঙ্গলবার বেলা ৩টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ি উপজেলার পুটকিয়া নামক স্থানে ফুলবাড়িগামী একটি মাইক্রোবাস একই দিকে যাওয়া বাই সাইকেল আরোহী নজরুল ইসলামকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী মহা-সড়ক অবরোধ করেন। এই ঘটনায় মহাসড়কের দুই দিকে শত শত যান বাহন আটকা পড়ে। এর এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য