1-Mahiya mahi Angkushকলকাতার নায়ক অঙ্কুশ এবং বাংলাদেশের নায়িকা মাহিকে নিয়ে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’। এই ছবিতে রোমিও চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ এবং জুলিয়েট চরিত্রে মাহিকে। সম্প্রতি ভারত এবং লন্ডনে ছবির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ছিল বাংলাদেশের কিছু অংশের শুটিং। গত মঙ্গলবার থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুটিং শুরু হলো ছবিটির। সেখানে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন অঙ্কুশ। বাংলাদেশের শুটিংয়ে অংশ নিতে গত সোমবার ঢাকায় আসেন অঙ্কুশ। ১৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে শুটিং করেই পরদিন কলকাতায় ফিরে যাবেন তিনি। ছবিতে বাংলাদেশী অভিনেতাদের মধ্যে আরো অভিনয় করছেন আলীরাজ, রেবেকা এবং কাবিলা। ছবিটি পরিচালনা করছেন ভারতের অশোক পাতি এবং বাংলাদেশের আব্দুল আজিজ। জাজ মাল্টিমিডিয়া এবং এস কে মুভিজ প্রযাজিত রোমান্টিকধর্মী এই ছবিটি জানুয়ারির শেষের দিকে মুক্তি পেতে পারে। এছাড়াও অঙ্কুশ গত সোমবার ওয়েস্টিন হোটেলে জাজ মাল্টিমিডিয়া এবং সিস্টেমস সল্যুউশন অ্যান্ড ডেভলপমেন্ট টেকনোলজিস ( এসএসডি-টেক) আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। এই প্রতিষ্ঠানটি জাজ মাল্টিমিডিয়ার আগামীর সমস্ত ছবির মিউজিক পার্টনার হবার নিমিত্তে চুক্তি স্বাক্ষর করে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য