05_zid-song‘জিদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকেই আলোড়ন ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতো বোন বার্বি হান্ডা ওরফে মান্নারা। সিনেমায় অনেক ঘনিষ্ট দৃশ্য রয়েছে মান্নারা। সিনেমার ট্রেলারেই আগুন ছড়িয়েছেন তিনি। এবার সিনেমার প্রথম গান ‘সাসোঁ কো’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।  অরিজিত সিংহর মায়াবী কন্ঠ, সাকিল আজমির মন ছুঁয়ে যাওয়া লেখা এবং শারিব তোশির সুর, সবমিলিয়ে সম্মোহণ তৈরি হয়েছে সাসোঁ কো গানে। আর তার সঙ্গে মান্নার শরীরী বিভঙ্গ-বাড়তি আকর্ষণ জুড়েছে। মান্নারা তো নিজেই বলেছেন, তাঁর আকর্ষণীয় শরীর রয়েছে আর তা দেখাতে কোনও সমস্যাই নেই। জিদ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। প্রযোজক অনুভব সিনহা। রোমান্টিক এই থ্রিলার সিনেমা আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য