DSC01632 copyমোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিককে দিনাজপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেছেন। ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর সার্কিট হাউসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দিনাজপুরের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক মাহমুদুল হক কোরায়েশী দুলালের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য মত বিনিময় করেন। DSC01653এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল হক রবি, মহিলা সম্পাদিকা অধ্যাপক হাসিনা আখতার শিউলী, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারা বেগম, কৃষি উন্নয়ন ব্যাংক বিরল শাখার ব্যবস্থাপক শামসুল হক শাহ, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিম প্রমুখ। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য